নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: মঙ্গলবার ১১,নভেম্বর :: মঙ্গলবার সকালে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার রায়না থানার নাড়ুগ্ৰাম অঞ্চলের ফাটিকা গ্ৰামে । পানাপুকুরে ঢাকা পুকুরের জল থেকে উদ্ধার হল মৃতদেহ । রায়না থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জল থেকে দেহ উদ্ধার করে ।
স্থানীয় সুত্রে জানা গেছে , উদ্ধার হওয়া দেহটি স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব ঘোষের । দিন পাঁচেক আগে থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না । এই পুকুরেই স্নান করতে নেমে তলিয়ে যায় । খোঁজ চালিয়েও কোনো হদিশ মেলেনি । মঙ্গলবার সকালে কচুরিপানা সরাতে গিয়ে দেহ ভেসে ওঠে ।
জানাজানি হবার পরেই প্রচুর মানুষ জড়ো হন পুকুরপাড়ে । পুলিশকে খবর দেওয়া হলে রায়না থানার পুলিশ আসে ঘটনাস্থলে । কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ । স্থানীয়রা জানিয়েছেন মাঝে মধ্যেই নেশা করত ওই ব্যক্তি । নেশার মধ্যেই হয়ত স্নানে নেমে তলিয়ে বিপত্তি ।

