পানীয় জলের দাবিতে পথ অবরোধ তিন গ্রামের বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ৪,জুলাই :: পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে পথ অবরোধ করলেন দিনহাটা ২ নং ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক ছিটমহল পোয়াতুরকুটি সহ তিনটি গ্রামের বাসিন্দারা।

চৌধুরীহাট থেকে নয়ারহাট যাওয়ার তেতুলতলা বাজার সংলগ্ন এলাকায় আজ সকাল ৯টা থেকে শুরু হয় এই অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, জলের লাইন থাকলেও সময়মতো জল পাওয়া যায় না এবং যতটুকু জল আসে, তাতে প্রয়োজন মেটে না।গ্রামবাসীরা জানান, গত পাঁচ দিন ধরে তাঁরা কোনো পানীয় জল পাচ্ছেন না। যেটুকু সময় জল সরবরাহ করা হয়, তাতে বড়জোর এক থেকে দুটি বোতল ভরা যায়।

তাঁদের আরও অভিযোগ, দিনের বেলায় যখন মানুষ জেগে থাকে, তখন জল আসে না। কিন্তু রাতে যখন সবাই বাড়িতে থাকে, তখন বাইরের কল থেকে অনবরত জল পড়ে নষ্ট হয়।

এ বিষয়ে পাম্প কর্মীরা জানান, তাঁদের কিছু ভাল্ভ নষ্ট হয়ে আছে এবং একটি মাত্র রিজার্ভার থেকে প্রায় ১৪টি গ্রামে জল সরবরাহ করা হয়, যা সমস্যার মূল কারণ।

এছাড়াও, দুটি পাম্প দিয়ে রিজার্ভার পুরোপুরি ভরা সম্ভব হয় না। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে দাবি করলেও, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পাম্প অপারেটরের সঙ্গে কথা বলেন। পুলিশের আশ্বাসে এবং দু’ঘণ্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টার কথা জানানো হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eleven =