নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: জামুরিয়া :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: পানীয় জলের দাবিতে বিক্ষোভ, জামুরিয়া রানীগঞ্জ পথ অবরোধ করল আসানসোল পৌরনিগমের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে তাদের এ নিয়ে বারংবার ওয়ার্ড কাউন্সিলর ও বোর দপ্তরের চেয়ারম্যান কে জানিও কোন সুরাহা না মেলায় বুধবার তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভকারীদের দাবি তাদের এলাকায় যে সকল পানীয় জলের কল রয়েছে সেগুলিতে জল দীর্ঘদিন ধরে আসছে না, ট্যাঙ্কারে করে এলাকায় জল দেওয়া হয় সেই ট্যাংকারগুলিও নিয়মিত আসে না।