নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৩,জুলাই :: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকড় গ্রামের বাসিন্দারা রাস্তায় ব্যারিকেড দিয়ে বালতি ও কলসি নিয়ে বিক্ষোভে সামিল হন
ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। খবর পেয়ে ব্লক প্রজেক্ট ম্যানেজার আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। অবরোধ ও বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন গাড়ি চালক ও নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মাস খানেক ধরে তাঁরা নিয়মিত জল পাচ্ছেন না।
সপ্তাহখানেক ধরে জল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। চরম জল সংকটে পড়েছে মানুষ। অপরদিকে,রাতের অন্ধকারে মাখনার জমি ও পুকুরে জল দেওয়ার অভিযোগ উঠেছে পাম্প অপারেটরদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসন থেকে শুরু করে পিএইচই দপ্তরে একাধিকবার অভিযোগ করেও সমস্যা সমাধানে কোনও উদ্যোগই নিচ্ছেন না।
গ্রামবাসীদের আরও অভিযোগ,২০২১ সালে মালি পাকড় পিএইচই টি দৌলতপুর গ্রামের বাসিন্দা রফিকুল্লা চৌধুরীর জমিতে গড়ে উঠেছে। তার বাড়িতে তিনজন পাম্প অপারেটর রয়েছে। কেউই পাম্প চালু করতে আসেন না। স্থানীয় এক ব্যক্তিকে সামান্য টাকার বিনিময়ে পাম্প চালু করার জন্য রেখেছেন।
যদিও অপারেটরদের দাবি,পাইপ ফেটে গিয়েছে। তাই জল সরবরাহ বন্ধ রয়েছে। পুকুরে ও মাখনার জমিতে জল দেওয়ার অভিযোগে একেবারে ভিত্তিহীন।