নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ১২,এপ্রিল :: জলের সমস্যা সমাধানের জন্য বালতি-কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার এলাকায়।
গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জল কষ্ট দেখা দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর পূর্ব ঘেরী কলোনি এলাকায়। যার পাশের অঞ্চলে স্বয়ং বসবাস করেন বঙ্কিমচন্দ্র হাজরা। এলাকাবাসীর অভিযোগ পাইপ লাইনের জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপকল ।
দু’বছর কেটে গেলেও সেই ট্যাপে এখনো জল আসেনি। গ্রামের ৪০০ পরিবারের জন্য দুটি গভীর নলকূপ ছিল। সে গুলিতেও পর্যাপ্ত জল পড়ছেনা।
আশেপাশের পুকুরগুলোতে জল শুকিয়ে গিয়েছে । জল আনতে দূরের নলকুপে গিয়ে মহিলাদের কলসি হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে থাকতে হয়। এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সমাধান সূত্র মেলেনি। তাই রাস্তায় দাঁড়িয়েই বিক্ষোভে সামিল হন তারা ।