নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: ১৯ শে,এপ্রিল :: জলের অপর নাম জীবন। আর সেই পানীয় জল পেতেই এখন হাহাকার করতে হচ্ছে গঙ্গাসাগরের রামকড়চড় গ্রাম পঞ্চায়েতের সামন্ত পাড়া সহ বেশ কয়েকটি পাড়ার বাসিন্দাদের। প্রচণ্ড দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর তার মধ্যেই বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলকষ্ট।
কোনও কোনও জায়গায় জলস্তর নেমে যাওয়ার ফলে মিলছে না পানীয় জল। আবার কোনও কোনও জায়গায় দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে পানীয় জলের কল। বারে বারে প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। এমনই ছবি ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রামকড়চড় গ্রাম পঞ্চায়েতে।
এই গ্রাম পঞ্চায়েতেরই ২৬ টি বুথের মধ্যে খাসরামকর ৬৪ নম্বর ৬৫ নম্বর ও ৬৬ নম্বর বুথে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। তাদের দাবি দীর্ঘ দেড় থেকে দু’বছর পানীয় জলের কল বেহাল হয়ে পড়ে রয়েছে।
পঞ্চায়েত সদস্যকে জানালে তিনি শুধু আশ্বাস দেন, কাজ আর হয় না। যে কারণেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। এক গ্রামবাসী জানান, “আগামি পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল না মিললে আমরা ভোট বয়কটের দিকে যাব।
প্রচণ্ড দাবদাহের মধ্যেই পানীয় জলের সমস্যায় গ্রামবাসীদের এক থেকে দুই কিলোমিটার দূরে জল আনতে যেতে হচ্ছে। মাথায় করে কেউ বা সাইকেলে করে কেউ বা অগত্যা পুকুরের নোংরা জলই পান করছেন। যার জেরেই অসুস্থ হয়ে পড়ছে এলাকার শিশুরা।”ভোট আসে, ভোট যায় কিন্তু পরিবর্তন হয় না এই নিম্নবিত্ত মানুষদের দাবিগুলির ।
তবে এই বিষয় নিয়ে রামকরচর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি তপন কুমার দেবনাথ জানান, “এই কলগুলি এর আগে দুবার করে সারানো হলেও আবার খারাপ হয়েছে। আমরা জেলা পরিষদকে জানিয়েছি। এক সপ্তাহের মধ্যেই তৈরি হবে নতুন কল ।