পানীয় জলের দাবীতে রাস্তার উপর বালতি কলসী রেখে, বাঁশ ঘিরে পথ অবরোধ গ্রামবাসীদের।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ১৬,জানুয়ারি :: পানীয় জলের দাবীতে রাস্তার উপর বালতি কলসী রেখে, বাঁশ ঘিরে পথ অবরোধ গ্রামবাসীদের। গুরুপূর্ন রাস্তা অবরোধের জেরে সমস্যায় পথ চলতি মানুষ। অবরোধকারী গ্রামবাসীদের দাবি প্রশাসনের আধিকারিকরা আসলেই তবেই উঠবে অবরোধ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর মাড়োতলা এলাকায়। জানা যায় হরিসিংপুর গ্ৰামে প্রায় সাত দিন ধরে সজল ধারার কলে আসছে না পানীয় জল, দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের।

পানীয় জলের সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতে ও পি এইচ ই (PHE) দপ্তরে জানানো হলেও কোন সূরাহা না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে ঘাটাল- হরিশপুর বন্দর পিচ রাস্তার হরিসিংপুর মাড়োতলা এলাকায় উপর বালতি-কলসি রেখে, বাঁশ ঘেরা দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =