নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মঙ্গলবার ৬,মে :: পানীয় জলের সংকটে নাজেহাল খরুন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অভিযোগ বারবার জানিয়েও পঞ্চায়েত কোনও স্থায়ী সমাধান করেনি। আর তারই প্রতিবাদে রামপুরহাট ১ নম্বর ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপির কর্মী ও সমর্থকরা।
সকাল থেকেই পঞ্চায়েত দফতরের মূল গেটের সামনে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ছাতমা, ডাঙ্গাল, লালুপাড়া ও তারাপীঠ রোড স্টেশন সহ একাধিক এলাকায় টানা পানীয় জলের সমস্যা চলছে। সরকারি দফতরে অভিযোগ জানিয়েও কার্যত কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।বিক্ষোভকারীদের অবস্থানে পঞ্চায়েত প্রধান সুমিত্রা লেট ও এক্সিকিউটিভ অফিসার দফতরে প্রবেশ করতে না পারায় উত্তেজনা চরমে ওঠে। পরে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, বিক্ষোভকারীদের সঙ্গে তীব্র বচসা হয় পঞ্চায়েত ও পুলিশের। বিজেপি দাবি করে, “মানুষ জলের জন্য হাহাকার করছে, অথচ পঞ্চায়েত উদাসীন। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথ নিতে হয়েছে।”
এদিকে, খরুন গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা লেট অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে দাবি করে বলেন, “প্রতিটি এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ।
এই ঘটনায় খরুন পঞ্চায়েত এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।