নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: পানীয় জল, রাস্তা ও নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামের বাসিন্দারা।
মোহনপুর, কেরিলি, নবগ্রাম, ইটখোলা পাড়া, আঝাপুর ও সাচড়া—এই সব গ্রামের মানুষ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন এবং কার্যালয়ের সামনেই অবস্থান-বিক্ষোভ শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, গত চার-পাঁচ বছর আগে ‘সজল ধারা’ প্রকল্পে পাইপ বসানো হলেও এখনও পর্যন্ত সেই পাইপ দিয়ে একফোঁটা জলও আসেনি। গরমে জলসংকট চরমে, বাধ্য হয়ে অনেকেই এখন পুকুরের দূষিত জল ব্যবহার করছেন। যার জেরে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি তাদের।
এছাড়া দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ঘুরেও কোনও স্থায়ী প্রতিকার পাননি বলে অভিযোগ। উল্টে বিগত দশ বছরে পঞ্চায়েত ট্যাক্স বাড়লেও পরিষেবার উন্নতি হয়নি বলেই অভিযোগ বিক্ষোভকারীদের।