পাম্পে পেট্রলের বদলে দেওয়া হচ্ছে জল মেশানো তেল। আর তা থেকেই তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: বুধবার ১৬,জুলাই :: পূর্ব বর্ধমানের ভাতারের একটি পেট্রোল পাম্পে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, পাম্পে পেট্রলের বদলে দেওয়া হচ্ছে জল মেশানো তেল। আর তা থেকেই তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়।স্থানীয়দের অভিযোগ, পাম্প থেকে তেল ভরার পর একের পর এক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। গ্যারেজে নিয়ে গিয়ে ট্যাংকি খোলার পর তাতে জল মেলে। এরপর কুড়ি-পঁচিশজন ক্ষুব্ধ গ্রাহক একত্রিত হয়ে পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান।

খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে আসে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতে পাম্পের মেশিন চালিয়ে দেখা যায়, বালতি বালতি জল বের হচ্ছে। তা দেখে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গিয়েছে, এর আগেও ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। বর্তমানে পেট্রোল পাম্পটি বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীরা পাম্পটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ঘটনা নিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =