নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: শনিবার ৪,জানুয়ারি :: পারিবারিক অশান্তির জেরে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দাদা সহ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের শনিবার কালনা আদালতে পেশ করে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেস্বরে দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মৃত বছর ২৭ এর হাসিবুল শেখ তিনি কেরলে রাজমিস্ত্রি কাজ করতেন। ওই গ্রামে বাসিন্দা আক্কেল শেখের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তা সম্পর্কে দাদা ও ভাই দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে পুরনো বিবাদ রয়েছে ।
শুক্রবার বিকালে ওই দুই পরিবারে দুটি বাচ্চা ছেলের মারপিটের ঘটনায় দুটি পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয় ,কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত আকার নেয়। অভিযোগ সেই সময় হাসিবুল শেখকে বাস লাঠি দিয়ে বেধারক মারধর করে, আক্কেল শেখ ও তার পরিবারে লোকজন।
এই ঘটনায় মৃত হাসিবুলের পরিবারে আরও তিনজন জখম হয়, তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ এই ঘটনায় পরিবারে পক্ষ থেকে মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মন্তেশ্বর থানায়। গতকাল রাত্রে অভিযান চালিয়ে মন্তেশ্বর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে শনিবার কালনা মহকুমা আদালতে পাঠায়।