নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ৮, ডিসেম্বর :: পারিবারিক অশান্তির জের অভিমানে একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী ষাটোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ২৩ নম্বর ওয়ার্ডের বিবাদী পল্লী এলাকায়।
বিবাদী পল্লী এলাকার বাসিন্দা দম্পতি নারায়ণ সিংহ এবং তার স্ত্রী রিনা সিংহ। নারায়ণ সিংহের বয়স আনুমানিক ৭০ বছর এবং রিনা সিংহের বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, বিগত এক বছর ধরে রিনা সিংহ প্যারালাইসিস রোগে আক্রান্ত।
সেই কারণে ঠিকমত চলাফেরা করতে পারেনা। স্বামীনারায়ণ সিংহ তাকে সবসময় সাহায্য করতে এবং বাড়ির ছেলে বৌমারা ও সাহায্য করত।
নারায়ণ সিংহ একটু রাগী স্বভাবের ছিল। তার ছেলে বলেন, মায়ের শরীর খারাপ হওয়ার পর বাবার রাগ আরো বেড়ে যায়। মাঝে মধ্যেই এই নিয়ে বৌমাদের সঙ্গে কথা কাটাকাটি হত। কোন একটি বিষয়ে বৌমার সাথে কথা কাটাকাটি হয়।
এরপরই নারায়ণ সিংহ রাগবশত প্রথমে স্ত্রী রিনা সিংহকে বিষ খাওয়ায় পরে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন প্রথমে রিনা সিংহের মৃত্যু হয়। পরবর্তীকালে নারায়ণ সিংহ মারা যান।
ঘটনায় রীতিমতো নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে যায়, শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয় । পুলিশ তদন্ত শুরু করেছে আদতে কি কারণে এমন ঘটনা দম্পতির।

