সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: শনিবার ২৪,জানুয়ারি ::পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে মর্মান্তিকভাবে খুন হল মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম আকিলা গাজী। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত ছেলে আতাউল্লাহ গাজী মানসিকভাবে অসুস্থ । শনিবার দুপুরে পরিবারের অন্যান্য সদস্যরা নামাজ পড়তে বাড়ির বাইরে গেলে এই ভয়াবহ ঘটনা ঘটে।
বাড়িতে কেউ না থাকার সুযোগে ছোট ছেলে আতাউল্লাহ ধারালো অস্ত্র দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়িতে ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।
তড়িঘড়ি উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আতাউল্লাহ পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মগরাহাট থানার ওসি সজল কুমার রায় জানান, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

