সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকুলতলা :: শুক্রবার ৩,জানুয়ারী :: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি। বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত হানারবাটি এলাকায় দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পত্তি জনিত বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার। দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে লক্ষ্য করে বোমা ছুটতে থাকে। এমনকি এই গন্ডগোলের জেরে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর চালানো হয় খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বকুলতলা থানার হানারবাটি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ শেখ এর সঙ্গে বাসার শেখের দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল।
শুক্রবার দুপুরের সেই বিবাদ চরম পর্যায়ে ওঠে এরপর দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে বোমা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় থমথমে পরিস্থিতি হয়ে পড়েছে গোটা এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী।