নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৯,ডিসেম্বর :: পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের বড়বাগান এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম আসিফ সেখ(২০)।বাবা মানারুল সেখ।
শুক্রবার সকাল নাগাদ শোয়ার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। গতকাল রাতে আসিফের সাথে পরিবারের লোকজনদের বচসা হয়।এরপর নিজের ঘরে ঘুমাতে যায় বলে খবর।
এরপর আজ সকাল নাগাদ পরিবারের লোকজন ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখেন আসিফকে।খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। উদ্ধার করে মানিকচক গ্ৰামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাক মৃত বলে ঘোষণা করে। দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ। এদিকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

