নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: পারিবারিক বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে দুজনের মৃত্যু এবং আহত হলেন চারজন । ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১নং পঞ্চায়েতের বালাসী অলকার চোর এলাকায়।
বৃহস্পতিবার সকালে দুই পরিবারের বচসা থেকে সৃষ্টি হয় সংঘর্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছয় জন গুরুতর আহত হয় । তাদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মানব সরকার ও যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করে আহত চারজন বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়েই মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পৌঁছন। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ

