পার্থে বাউন্সি পিচ, অ্যাডিলেডে গোলাপি বল ! ২২ গজের যুদ্ধে ভারত বনাম অস্ট্রেলিয়া

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১৯,মার্চ :: আবারো চলতি বছরের শেষ পর্যায়ে দেখা যাবে ক্যাঙ্গারু ব্রিগেডের সঙ্গে টিম ইন্ডিয়ার লড়াই। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের রেখাচিত্র সামনে এলো। ২২ গজের যুদ্ধে জমে উঠবে পার্থ থেকে মেলবোর্ন। প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে   পার্থে ।

ভারতীয় দল এখন দুর্দান্ত ফর্মে। গিল জয়সওয়ালদের দাপটে তাবড় তাবড় বোলারদের দিশাহারা অবস্থা। ভারতীয় ব্যাটিং লাইন মানে বিপক্ষের বোলারদের কাছে মাঝে মাঝে দুঃস্বপ্নের রাত। তবে গত বছর অস্ট্রেলিয়া কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ভারতকে পরাজিত করেছিল। একইভাবে গত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালেও অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে।

তাই চলতি টেস্ট সিরিজে উভয় টিমের যে সমানে সমানে টক্কর হবে বলা যেতেই পারে। আপামর ক্রিকেটপ্রেমি সেই সমানে সমানে টক্কর দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। পাখির চোখের মত নজর থাকবে অ্যাডিলেড টেস্ট ও পার্থ টেস্টের দিকে। পার্থ বরাবর বোলারদের কাছে স্বর্গরাজ্য। জোরে বোলারদের কাছে পার্থের পিচ যেন সাজানো বাগান।

সেখানে জোরে বোলারদের সামলানো ব্যাটসম্যানদের ক্ষেত্রে যথেষ্ট চাপের। তবে ভারতের তরুণ ব্রিগেড এই চাপ নিতে প্রস্তুত। যেকোনো পিচে রোহিত এন্ড কোম্পানি মানিয়ে নিতে স্বাচ্ছন্দ । অ্যাডিলেড টেস্ট হতে পারে দিন-রাতের।

লাল বলের পরিবর্তে গোলাপি বলে যুদ্ধে নামবে অস্ট্রেলিয়া বনাম ভারত। একে দিন রাতের টেস্ট তারপরে আবার গোলাপি বল যথেষ্ট উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ হতে পারে বলা যায় । সব মিলিয়ে যথেষ্ট উপভোগ্য সিরিজ হবে বর্ডার গাভাস্কার ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =