উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমানের 2 ব্লকের পালসিটের ভইটা গ্রামে সমাজ সেবী রাজীব বন্দোপাধ্যায়ের এর উদ্যোগে শনিবার প্রবীণ নাগরিক দের সংবর্ধনা ও রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবী রাজীব বন্দোপাধ্যায়, মেমারি থানার ওসি সুদীপ মুখার্জী, আইনজীবী শ্যামলী গাঙ্গুলি, ও মধু মঞ্জুরি ব্যানার্জি , সহ আরো অনেকে।
এদিন প্রায় একশো প্রবীণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়।রাজীব বাবু বলেন ,বর্তমানে করোনা আবহাওয়া থাকায়, করোনা বিধি মেনেই আজ এই অনুষ্ঠান করা হয়।এই দিন একশো প্রবীণ নাগরিক দের সংবর্ধনা দেওয়া হয়।পাশাপাশি একটি রক্ত দান শিবিরে আয়োজন করে হয়।
এই শিবিরে একশো জন রক্ত দান করেন।সমস্ত রক্ত গুলো দুটি স্বেচ্ছাসেবক সংস্থার হাতে তুলে দেওয়া হলো ।খুব আগ্রহ সহকারে এই দিন শিবিরে রক্ত দান করতে দেখা গেল রক্তদাতা দের।