নিজস্ব সংবাদদাতা :: বসিরহাট :: সংবাদ প্রবাহ :: রবিবার ২১,মে :: উত্তর ২৪ পরগনা বসিরহাটের বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামের বাসিন্দা আনারুল জমাদার ও তার ছেলে রহমান জমিতে যায় চাষের কাজে। সেখানে পটল গাছে ফুলের ছোঁয়া দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় বাবা আনারুল জমাদার। প্রথমে তাকে বাঁচাতে যায় ছেলে রহমান জমাদার।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে সেও অচৈতন্য হয়ে পড়ে। তাকে বাঁচাতে গেলে প্রতিবেশী আরেক চাষী রফিকুল ফকির ও বিদ্যুৎপৃষ্ঠ হয় । খবর পেয়ে ছুটে আসে বাদুড়িয়া থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে বসিরহাটের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।
.
দীর্ঘদিন ধরে ওই চাষের জমির উপরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বারবার বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া সত্বেও সমস্যার সমাধান করা হয়নি। কার্যত অবহেলাতেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করে মৃতের পরিবার ও গ্রামবাসীরা । মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবিও তোলে ওই ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসীরা ।
ঠিক তারপর একদিন কাটতে না কাটতেই তাদের পাশে এসে দাঁড়ালো রাজ্য বিদ্যুৎ দপ্তর। জমাদার পরিবারের বাবা-ছেলের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ বাবদ পরিবারের সদস্যদের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেয় রাজ্য বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা । পাশাপাশি মৃত রফিকুল ফকিরের স্ত্রী সাইমা বিবি ও ছেলে জাহির উদ্দিন ফকিরের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ।