পাহাড়েও গরম, আইসক্রিমে নজর বেশিরভাগ পর্যটকদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৬,এপ্রিল :: মার্চ মাস পরতেই দক্ষিণবঙ্গের বেসামাল অবস্থা। কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অনেকেই চাইছেন দুদিনের স্বস্তি, এই স্বস্তির খোঁজ মিলতে পারে উত্তরের দার্জিলিংয়ে।

গরমের থেকে স্বস্তি পেতে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে শৈল শহরে। তবে শৈল শহরের পরিস্থিতিও যে খুব একটা সন্তোষজনক সেরকম কিন্তু নয়। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি বুধবার রেকর্ড করা হয়েছে, তাই পাহাড়েও খুব একটা স্বস্তির পরিবেশ নেই।

তবে পর্যটকরা যে আশা নিয়ে যাচ্ছেন পাহাড়ে সেই রকম আরামদায় পরিবেশ কিন্তু নেই। দিনের বেলা রোদের তাপ যথেষ্ট, রাতের দিকে মনোরম। এমনকি মিরিক লেকের কাছে বিক্রি হচ্ছে আইসক্রিম। গরমে গলা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আইসক্রিম খাচ্ছেন পর্যটকরা।

অনেক পর্যটকই জানিয়েছেন যেরকম মনে করে পাহাড়ে এসেছিলেন, সেরকম পরিস্থিতি কিন্তু নয়। দিনের বেলা রোদের তাপ যথেষ্ট রয়েছে রাতের দিকে কিছুটা আরাম মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =