নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শনিবার ২,নভেম্বর :: প্রথা এবং রীতি অনুযায়ী অন্নকূট উপলক্ষে নদী আর মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে গিরিরাজ গোবর্ধনের উদ্দেশ্যে পাহাড় চূড়া সমান ভোগ নিবেদন করা হলো আজ। আর এই ভোগ নিবেদন উৎসবে যোগ দিতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে।
নামে ৫৬ হলেও শতাধিক পদের রকমারি আয়োজনে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হচ্ছে আজ। কি নেই পদে, অন্য ডাল শাকসবজি পিঠে পুলি মিষ্টি অন্ন পরমান্ন থেকে শুরু করে দেশি ও বিদেশী মেনুতে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে আজ।
আর মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে ভোগ দর্শন করতে দেশীয় বিদেশী ভক্তদের সমাগম ঘটেছে মন্দির চত্বরে। চলছে বিশেষ পূজা পাট এবং হরিনাম সংকীর্তন।