পিঁপড়ের ওপরে পা পড়লে পিঁপড়েও কামড়ায়, মানুষ মেরুদন্ডী প্রাণী তাই আপনাদের রুখে দাঁড়াতে হবে এই সরকারের বিরুদ্ধে – সূর্য্যকান্ত মিশ্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: ২৪শে,এপ্রিল :: পিঁপড়ের ওপরে পা পড়লে পিঁপড়েও কামড়ায়, মানুষ মেরুদন্ডী প্রাণী তাই আপনাদের রুখে দাঁড়াতে হবে এই সরকারের বিরুদ্ধে। ঘাটাল টাউন হলে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিএমের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সি পিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

সূর্যকান্ত বাবু বলেন, মধ্যবিত্ত মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়ে চলেছে, মানুষের পকেটে পয়সা নেই কৃষকের ফসলের ন্যায্য দাম নেই। এই দেশে শ্রীলংকার পরিস্থিতি হতে পারে বলে সূর্যকান্ত বাবু বলেন।

তিনি বলেন আদানি ছাড়া মোদী এবং দিদি উঠতে পারতেন না। প্রতিদিন আদানির আয় দু হাজার ২০০ কোটি টাকার বেশি, এদিকে দেশে কৃষকের ফসলের দাম নেই। আমরা আধা ফ্যাসিস্ট সন্ত্রাস দেখেছি। ১৪০০ কর্মী খুন হয়েছিলেন , মিথ্যে মামলা হয়েছিল ৭০০০০। এখন তার থেকেও পরিস্থিতি খারাপ চলছে পশ্চিমবঙ্গে।

আপনারা এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এইভাবেই মানুষের মধ্যে বিদ্রোহ হয়। আগামী দিনে রাজ্যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় আসবে এবং লাল ঝান্ডা পত পত করে উড়বে বলে তিনি বলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ,প্রতিটি মানুষের বাড়ি যেতে হবে। তিনি তৃণমূল সরকারের দুর্নীতি তুলে ধরেন।

কর্মী সভার পরে সূর্যকান্ত বাবু ঘাটাল টাউন হল থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলে হাঁটেন। এদিন কর্মী সভায় অশোক সাঁতরা ,সমীর হাজরা,উত্তম মন্ডল, চিন্ময় পাল সহ অন্যান্য নেতৃত্ব ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =