নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ০২,জানুয়ারী :: পিকনিক করতে গিয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে ডিভিসির জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথ তলা এলাকায়। নিখোঁজ যুবকের নাম ধনাই শীল।
রথতলা এলাকারই বাসিন্দা। এদিন বেশ কয়েকজন যুবক ওই এলাকাতে ক্যানেলের ধারে পিকনিক করছিল। জানা গেছে সেই সময় সাহেব দাস নামে এক যুবক ক্যানেলের স্নান করার জন্য জলে ঝাঁপ দেয়।
সে তলিয়ে যাচ্ছিল। তাকে বাঁচাতে তারই বন্ধু ধনাই শীল জলে ঝাঁপ দেয়। অন্য বন্ধুরা সাহেবকে জল থেকে তুলতে পারলেও বন্ধুকে বাঁচাতে গিয়ে ধনাই শীল নামে এই যুবক এখনো নিখোঁজ। জলে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

