নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৩,জানুয়ারী :: পিকনিক যাবার পথে নয়নজুলিতে পড়ে গেল একটি বাস ।কুচবিহার ২ নং ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায়। মোয়ামারি ভুল্লার বাজারের কাছে। হতাহতের কোন খবর নেই আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান যে, বাসটি কুচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারী অঞ্চলের ধর্মের বাজার থেকে গরুবাতান এর উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুদূর পরেই মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুরা নামক নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়দের অনুমান ঘন কুয়াশার দৃশ্যমানতা কম থাকার জন্য এই ঘটনা ঘটেছে