পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের একটি মহতী উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ১৩,জুলাই :: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের একটি মহতী উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করেছিল মাথাভাঙ্গার দাস পরিবার | সহযোগিতায় মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানিজেশন এবং মাথাভাঙ্গা গিলোটিন কালচারাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট l

প্রয়াত অজিত দাস ছিলেন মাথাভাঙ্গার বিশিষ্ট সমাজকর্মী এবং ক্রীড়াবিদ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক lএই রক্তদান শিবিরে তিনজন মহিলা রক্তদান করেছেন সর্বমোট ২২ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছে l

তার দুই ছেলে হিরন্ময় এবং মৃন্ময় l হিরণময় বলেন তার বাবা ছিলেন সমাজকর্মী ক্রীড়া ব্যক্তিত্ব এবং সর্বদা মানুষের পাশে দাঁড়ানো একজন ব্যক্তি তাই তার মৃত্যুবার্ষিকীতে এই রক্তদানের শিবিরের ভাবনা যাতে করে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে উনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =