নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শরতের মরশুমে পদ্মপুকুর গুলিতে ফুলের অভাব। বাজারে এখন থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে পদ্ম। দূর্গা পুজোয় এবার মালদহ জেলার পদ্ম ফুল পর্যাপ্ত পরিমাণে মিলবে না, এমনটাই দাবি জেলার ফুল বিক্রেতাদের। এখন থেকেই বাইরে থেকে পদ্ম আমদানি হচ্ছে মালদহের বাজারে।
মালদহ জেলার হবিবপুর,বামোনগোলা, গাজোল ও পুরাতন মালদহ ব্লকে মূলত পদ্ম ফুলের পুকুর দেখা যায়। একসময় এই অঞ্চলের অধিকাংশ কুকুরে পদ্ম চাষ দেখা যেত। তবে বর্তমানে পুকুর গুলিতে মাছ চাষের চাহিদা বেড়েছে।
তাই পুকুর মালিকেরা পদ্মের গাছ পরিষ্কার করে মাছ চাষ শুরু করেছেন। তারই জেরে পদ্মের পুকুরের সংখ্যা কমে গিয়েছে।
তবে এই বছর মালদহ জেলায় বৃষ্টিপাত হয়নি, পুকুরে জল না হওয়াই পদ্মের গাছ বৃদ্ধি পাচ্ছে না। উল্টে শরতের মরশুমে পুকুরেই পদ্মের পাতা শুকিয়ে যাচ্ছে।