নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২০,মার্চ :: পুকুরে জল শুকাতেই এলাকার মানুষজনের সোনার গহনা খোঁজার হিড়িক । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় রয়েছে মুঘল আমলের একটি পুকুর। যে পুকুরটি দেবত্ব পুকুর হিসাবে এলাকায় পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায় ১৮২৫ সালে পুকুরটিকে সংস্কার করার জন্য পুনরায় খনন করেন কামারপাড়ার রাণী আরম্বা রানী সুন্দরী ।এ যাবৎ পুকুরের জল কখনো শুকায়নি বলে দাবি এলাকাবাসীদের।বেশ কয়েকবার ওই পুকুরের জল শুকানোর চেষ্টা করেছিল স্থানীয়রা ।তবে কাজ হয়নি কিছুই ।
অবশেষে ১৬ দিনের চেষ্টায় সেই পুকুরের জল শুকায় মঙ্গলবার । আর পুকুরের জল শুকনো হতেই এলাকার মানুষ অবাক হয়েছেন।
পাশাপাশি এলাকার মানুষজনদের সোনার গহনা খোজার হিড়িক পড়ে যায় পুকুর চত্বরে।কারণ হিসাবে জানা যাচ্ছে, পুকুরটি ছিল দেবত্ব তাই বহু মানুষ এই পুকুরে মানত স্বরূপ সোনার গহনা ফেলতেন ।
তবে এলাকার একজন ব্যক্তিই এখনো পর্যন্ত সোনার জিনিস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।