সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: বুধবার ৩০,জুলাই :: আবারও লোকালয়ে কুমির আতঙ্ক! আতঙ্কিত এলাকার বাসিন্দারা । দক্ষিণ ২৪ পরগনা কুলপি বিধানসভার অন্তর্গত রামকিশোর পুর গ্রাম পঞ্চায়েতের সামনে এক ব্যক্তির পুকুরে মঙ্গলবার সন্ধ্যার সময় দৈত্যাকার কুমিরের দেখা মেলে।
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় কুলপি থানাতে ও বনবিভাগের অফিসে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনবিভাগের কর্মীরা। স্থানীয় মানুষজনের সহযোগিতায় বনকর্মীরা প্রায় চার ঘন্টার ধরে কুমিরটিকে ধরার জন্য চেষ্টা চালায় । কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। অবশেষে হাল ছেড়ে দিয়ে সকালের অপেক্ষায় বন কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
যে কোন মুহূর্তে কুমিরটি পুকুর থেকে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। বনকর্মীরা চলে যাওয়ার পর বেশ কয়েক বার কুমিরটি পুকুরের পাড়ে ওঠার চেষ্টা চালায়।
আতঙ্কে পরিবারের সদস্যরা পুকুর পাহারা দিচ্ছে। গোপাল হালদার বলেন, এই প্রথম আমাদের গ্রামে কুমির ঢুকলো। আমার স্ত্রী চন্দনা হালদার কুমিরটিকে পুকুরে নামতে দেখে। কুমিরটি না ধরা পড়ার কারণে আমরা আতঙ্কে রয়েছি। আমাদের ধারণা হুগলি নদী থেকে এই কুমির খাল দিয়ে আমাদের পুকুরে ঢুকে পড়েছে।
এই বিষয়ে জেলার মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী (ডিএফও) বলেন, কুলপি থানার রামকিশোরপুর এলাকায় এক ব্যক্তির উপরে কুমির দেখা যায়। এরপর এলাকাবাসীরা খবর পাঠায়। খবর পেয়ে উস্তি বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পুকুরটিকে জাল দিয়ে বেশ কয়েক বার কুমিরটিকে ধরার জন্য চেষ্টা চালায়।
প্রতি বার কুমিরটি জাল থেকে পালিয়ে যায়। বুধবার উস্তি ও রামগঙ্গা বন বিভাগের যৌথ অভিযানে কুমিরটি ধরার চেষ্টা চালানো হবে।