নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গ্রামের পুকুর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া গ্রামে। আজ সকালে স্থানীয়রা পুকুরের জলে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম রঙলাল সিং। বাড়ি দেশুড়িয়া গ্রামেরই সিং পাড়ায়। মৃতদেহে পচন ধরে যাওয়ায় পুলিশ ও স্থানীয়দের দাবি ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে দিন কয়েক আগেই। ওই ব্যাক্তিকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহের কোথাও ক্ষত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।