নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সকাল থেকে কলকাতা ও আশপাশ্রে এলাকায় আকাশের মুখ ভার। সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরম। তবে নিম্নচাপের কারণে ১৬ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার (weather) পরিবর্তন হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রসঙ্গত বলে রাখা ভাল, রাজ্যের অধিকাংশ জায়গা থেকেই বর্ষা বিদায় নিয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ১৫ অক্টোবর নাগাদ মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফে। তবে ১৬ অক্টোবর অর্থাৎ শনিবার দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে।
সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিন তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া হাওড়া, কলকাতা, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ববয়ে যাবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে এই দুর্যোগ আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।