নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৯,আগস্ট :: সৌরভ গাঙ্গুলী এবার শুরু করতে চলেছেন তার দাদাগিরি অন্য ফিল্ডে। পুজোর আর হাতেগোনা দিন বাকি, আর তার আগেই দাদা আনতে চলেছেন তার নিজস্ব জামাকাপড়ের ব্যান্ড।ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলিদের মতো এবার নিজের ব্র্যান্ড নিয়ে আসছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন।
সব ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর কলকাতার বুকে রাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গী হবেন বলিউডের বেশ কয়েকজন নায়িকা।