নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: ৮ সেপ্টেম্বর শুরু হতে চলেছে পরীক্ষা। গোটা পরীক্ষা হবে ওএমআর শিটে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সিমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ পর্যন্ত। এবার পরীক্ষা দেবে মোট ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ।