নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: পুজোর আগে বারুদ ও বাজি তৈরি মশলা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হানা দিয়ে লক্ষাধিক টাকার বাজি সহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে ধৃত হরিপদ জানা। তার বাড়ী খেজুরি থানার রামচক এলাকায়। জানাগেছে, বুধবার গভীর রাতে অন্য জেলা থেকে গাড়িতে করে বারুদ ও বাজী তৈরির মশলা নিয়ে এসে বাড়ীতে মজুত করে রাখে।
বারুদ দিয়ে বাজী তৈরি ? নাকি পেছনের অন্য কোন অভিসন্ধি রয়েছে? সব দিক খতিয়ে দেখছে পুলিশ? বৃহস্পতিবার দুপুরে গোপন সূএে খবর পেয়ে খেজুরি থানার পুলিশ গোটা বাড়ী ঘিরে ফেলে। বাড়ী থেকে পালাতে সক্ষম হয়নি৷ হাতেনাতে বাড়ীর মালিককে গ্রেফতার করে।
বাড়ী থেকে কয়েক লক্ষাধিক টাকার বারুদ বাজেয়াপ্ত করে। শুক্রবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে খেজুরি থানা সূএে জানাগেছে। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন ” গোপন সূত্রে খবর পেয়ে বারুদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।