নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: পুজোর মুখে বাঙালির ভোজনে খুশির বার্তা। বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ অবশেষে এপার বাংলার বাজারে এসে পৌঁছল। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছের বাজারে।
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহে নেমেছেন নিলামে। বাংলাদেশ সরকার দিন কয়েক আগে পুজোর উপহার হিসেবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। তার প্রথম চালানে ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত হয়ে হাওড়ায় আসে।
কলকাতা ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, “আজকে ৫০ মেট্রিক টন মাছ এসেছে। তবে বাংলাদেশের ল্যান্ডিং খুব খারাপ। হাতে মাত্র ১৫-১৭ দিন সময়। তাই বারোশো মেট্রিক টন আসা সম্ভব নয়। দামও অনেকটাই বেশি। নির্দিষ্ট শ্রেণির মানুষই তা খেতে পারবেন।”
এই চালানে মূলত ৮০০ গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ এসেছে। নিলামে ওঠার পর খুচরো বাজারে এর দাম দাঁড়াচ্ছে কিলো প্রতি প্রায় ১৬০০ থেকে ১৭০০ টাকা, কোথাও আরও বেশি। তবু পুজোর আগে পদ্মার ইলিশের আগমনে ভোজনরসিক বাঙালির মন ভরেছে আনন্দে।