নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৪,আগস্ট :: পুরোহিতদের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিজেদের এলাকায় তেমন দক্ষিণা না মেলায় জেলার পুরোহিতরা অন্য জেলাতেও কাজের খোঁজে চলে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
পুরোহিতদের দাবি, উদ্যোক্তারা বড় মাপের প্যান্ডেল করে, প্রতিমা এনে পুজোয় মেতে উঠছেন। কিন্তু সকলের মঙ্গলকামনায় সারাদিন উপোস থেকে পুজো করা পুরোহিতদের টাকা দেওয়ার সময় হাতে টান পড়ছে বলে আক্ষেপ করেন। তাঁদের মতে, বর্তমানে আধ্যাত্মিকতার তুলনায় জাঁকজমক ও পুরস্কার নেওয়াটাই যেন বড় হয়ে যাচ্ছে।
‘পুজো উদ্যোক্তারা মণ্ডপ, প্রতিমা, আলো সহ বিভিন্ন ক্ষেত্রে বাজেট বাড়াচ্ছেন। কিন্তু আমাদের দক্ষিণা সেই হারে বাড়ছে না। এখন বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী।
এদিকে, যাঁরা পুজো করে জীবিকা নির্বাহ করেন তাঁদের পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে উঠেছে। আমরা দুর্গাপুজোর দিকে তাকিয়েই সারাবছর অপেক্ষা করে থাকি। তাই আমাদের অনুরোধ পুজো উদ্যোক্তারা যেন আমাদের দক্ষিণার ক্ষেত্রেও বাজেট বাড়ান।’
এর মধ্যে আবার পুজোর উপকরণ সাজানো থেকে শুরু করে সহকারীদের টাকাও তাঁদের দিতে হয় বলে জানালেন দেবেন্দ্রনাথ।
পশ্চিমবঙ্গে কয়েক হাজার পুরোহিত রয়েছেন। যাঁরা দুর্গাপুজো, কালীপুজো সহ একাধিক পুজো করেন। অনেক আচার অনুষ্ঠান মেনে দীর্ঘ সময় ধরে পুজো করতে হয়। সরকারের তরফে এবছর পুজো উদ্যোক্তাদের অনুদান ৮৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা করা হয়েছে। কিন্তু দক্ষিণা বাড়ানো হয়নি।
এর ফলে পুজোর আবহের মধ্যেও পুরোহিতদের গলায় মন খারাপের সুর।