নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় নাজেহাল নৈহাটি থেকে হাবড়া রোডের বাসিন্দারা। আজ সকাল থেকেই রাস্তা মেরামতের দাবীতে দীর্ঘক্ষন পথ অবোরোধ করে রাখলো এলাকার ভুক্তভোগী ক্ষুব্ধ বাসিন্দারা।
তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দরজায় তারা অভিযোগ জানিয়ে আসছে।প্রশাসন কোন কর্নপাত করছে না।তাই তারা বাধ্য হয়েই তারা পথ অবোরোধ করতে নেমেছেন।প্রশাসন যতক্ষন না কোন আশ্বাস বা প্রতিশ্রুতি না দেবেন ততক্ষন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।