নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: বুধবার ৩,সেপ্টেম্বর :: পুজোর মুখে ৯৬ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করলো কোচবিহারে তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকায় এক যুবককে আটক করে পুলিশ।তল্লাশি চালাতে গিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯৬ টি ৫০০ টাকার জাল নোট। জালনোট পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। প্রাথমিক অনুমান সামনেই রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবে বিভিন্ন কেনাকাটিতে মেতে ওঠে বাঙালি ।
আর এই সুযোগকে হাতিয়ার করে গোটা বাজারে এই জাল নোট ছড়িয়ে দেওয়া হতো। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম আউয়াল হোসেন(৩২) তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বালাভুত এলাকায়। পূজার মুখে জাল নোট উদ্ধারের উদ্ধারের ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করছে সাধারণ মানুষ।