কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৩,অক্টোবর :: সোশ্যাল মিডিয়ার বাজারে লুপ্ত রেডিওর ব্যবহার। পুজো আসলেই রেডিওর স্মৃতি জ্বল জ্বল করে ওঠে রেডিও মিস্ত্রিদের সামনে। কান্তি সাহা পেশায় ছিলেন রেডিও মিস্ত্রি ইংরেজবাজার শহরের পিয়াজি মোর এলাকায় দোকান ।
এক সময় এই মহালয়ার সময় মাস খানেক আগে থেকে নাওয়া-খাওয়া ভুলে যেতে হত। তাঁর কাছে জানা গেল, ষাট-সত্তর দশকের দিকে তখন এখনও সে-সব দিনের কথা ভুলতে পারেন না কান্তি বাবু । একসময় মহালয়ার চন্ডীপাঠ শোনা হতো রেডিওর মাধ্যমে ।
কিন্তু আজকের এই ডিজিটাল যুগে যুগ পরিবর্তনের সাথে মানুষের রুচিও বদলে গেছে এখন টেলিভিশনের পর্দায় নাট্য গীতির মাধ্যমে অডিও টেপ রেকর্ডার ক্যাসেটের মাধ্যমে মহালয়া শুনছে বাঙালিরা তবে তার মধ্যেও কিছু মানুষ তারা রেডিওর খুলতে পারছেন না তবে রেডিওর এখন কোন পার্টস পাওয়া যায় না খারাপ হলে সম্পূর্ণ নষ্ট হয়ে পড়ে থাকেl