নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর ::
উৎসবের মরশুমে ফের উত্তপ্ত অর্জুন গড়। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় আবারও বোমাবাজি। শুক্রবার রাতে কাঁকিনাড়া হাইস্কুলের কাছে বোমাবাজি। দশমীর রাতে বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কেন এলাকায় বোমাবাজি হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বোমাবাজির ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। তবে এখনও গ্রেপ্তারও হয়নি কেউ।
এলাকারই বাসিন্দা গীতা দেবী বলেন, “দশমীর রাতে প্রতিমা নিরঞ্জন করে সকলে ফিরছিলাম। রোশন ও লাঙ্গা নামে দুই যুবক হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে। স্কুলের গায়ে বোমা মারে। এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। ওরা কেন বোমা মারল, তা জানি না।”
কাঁকিনাড়ায় ফের বোমাবাজির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, এলাকা দখলের জন্য কাঁকিনাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তির ফলে বোমাবাজির ঘটনা ঘটেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। এলাকারই তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন, “এটা কোনও গোষ্ঠীদ্বন্দের বিষয় নয়।” বোমাবাজির নেপথ্যে যারা রয়েছে তাদের ভাটপাড়া থানার পুলিশ খুঁজে বের করবে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।