সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারাসাত :: উত্তর 24 পরগনা: পুজোর কয়েক দিন বন্ধ ছিল “দুয়ারে রেশন” প্রকল্পের কাজ।আজ থেকে ফের উত্তর 24 পরগনার বারাসাতের কালিকাপুর ১৭ নম্বর ওয়ার্ডে সকাল থেকে দুয়ারে রেশন নিয়ে হাজির হলেন ওই ওয়ার্ডের রেশন ডিলার।চাল,গম, আটা সহ যার যেমন যে কার্ডে রেশন প্রাপ্তির কথা তেমনই রেশন পাচ্ছেন বাড়ির দোর গোড়ায়।এর ফলে এলাকার মানুষের খুবই সুবিধা হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
মুখ্যমন্ত্রী নির্বাচন আগে ঘোষণা করেছিলেন রাজ্যের মানুষকে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবেন।সেই মত পুজোর আগেই পরিক্ষামূলক ভাবে “দুয়ারে রেশন” চালু হয়।এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়,যা ইতিমধ্যেই কার্যকরী করা হয়েছে।তবে দুয়ারে রেশন পেয়ে মানুষ উপকৃত।
এদিন এই এলাকার রেশন ডিলার একটি গাড়িতে রেশন দ্রব্য তুলে নিয়ে ১৭ নম্বর ওয়ার্ডের একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে,রেশন কার্ড দেখে যার যেমন রেশন পাওয়ার কথা তাদের হাতে ওজন করে সেই সামগ্রী তুলে দিলেন।