নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: পুটিয়ারী ক্লাবের এ বছরের নিবেদন “দায়বদ্ধ”এখানে নেই কোনো রাজনৈতিক রঙ, নেই কোনো বিভাজনের দেওয়াল। একতার আবহে আয়োজিত হয় মহামিলনের এক মহোৎসব।
দুর্গাপূজা শুধু আনন্দ, আলোর ঝলকানি বা উৎসবের বাহারি রূপ নয়। এটি আমাদের একতার, ভালোবাসার “দায়বদ্ধতা”। যেখানে থাকে একটাই রঙ সেটি হল মিলনের, সম্প্রীতির আর মানবতার।মা দুর্গার আগমন যেন আমাদের অন্তরে নতুন করে জাগিয়ে তোলে এক অঙ্গীকার – তাই আমরা সবাই দায়বদ্ধ, আমাদের সমাজের প্রতি, বন্ধু-বান্ধবের প্রতি এবং সবচেয়ে বড় কথা মানবতার প্রতি।
এই ভাবনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় – দুর্গোৎসব মানে কেবল সাজ সজ্জা বা আনন্দ নয়, এটি এমন এক মঞ্চ যেখানে ধর্ম, বর্ণ, রাজনীতির সব কিছুকে পেছনে ফেলে, মানুষ মা কে আহবান করে। যেখানে আলোকসজ্জার সঙ্গে জ্বলে ওঠে সহমর্মিতার প্রদীপ আর ঢাকের আওয়াজে ধ্বনিত হয় ঐক্যের সুর।
রঙ এর নেই কোনো ধর্ম, নেই কোনো বিভাজন, যদিও রাজনৈতিক বিভাজন আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু শরতের এই উৎসবে, মেঘেদের মতো রঙের বৈচিত্র্যতা বা বিভাজন যেন মিলেমিশে একাকার হয়ে যায়।
“দায়বদ্ধ” মানে আমাদের দায়িত্ব, আমাদের প্রতিশ্রুতি। মায়ের এই আগমনে আমরা যেন প্রতিজ্ঞা করি ভেদাভেদ ভুলে, বিভাজন দূরে সরিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলি ভালোবাসা আর সৌহার্দের এক পৃথিবী।
মায়ের আগমন আমাদের কাছে শুধু উৎসব নয়, এক মহা দায়বদ্ধতা। আর এই দায়বদ্ধতাকেই আমরা আজ রঙিন আলোয়, শিল্পের ছোঁয়ায় আর মানুষের হাসিতে সাজিয়ে তুলেছি।