পুণ্য স্নানের সময় পুণ্যার্থীরা বিপদে পড়লে জীবন বাঁচাবে ওয়াটার ড্রোন

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: গঙ্গাসাগর মেলায় স্নানঘাটগুলিতে নিরাপত্তা জোরদার করতেও ব্যবহৃত হবে আধুনিক প্রযুক্তির ‘ওয়াটার ড্রোন’। প্রশাসন সূত্রের খবর, এই ‘লাইফবয় ওয়াটার ড্রোন’-এর মাধ্যমে স্নানে নেমে কেউ বিপদে পড়লে, দ্রুত উদ্ধার করা যাবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনের সাহায্যে উদ্ধারকাজ আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছেন আধিকারিকেরা।

                                                         বর্তমানে ড্রোনটির ‘ট্রায়াল রান’ চলছে

বর্তমানে ড্রোনটির ‘ট্রায়াল রান’ চলছে,প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওয়াটার ড্রোনটি প্রায় এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কাজ করতে পারে।

প্রতি সেকেন্ডে প্রায় ৭ মিটার গতিবেগে ছুটে গিয়ে খুব অল্প সময়ের মধ্যেই বিপদগ্রস্ত ব্যক্তির কাছে পৌঁছতে সক্ষম এই ড্রোন। সর্বোচ্চ এক টন পর্যন্ত ওজন বহনের ক্ষমতা থাকায় একাধিক মানুষকে একই সঙ্গে উদ্ধার করা সম্ভব।

উদ্ধারের কাজকে আরও নিখুঁত করতে ড্রোনটিতে রয়েছে ‘অনবোর্ড ক্যামেরা’ ও ‘রিয়েল-টাইম ভিডিয়ো ফিডব্যাক’ ব্যবস্থা।

ফলে উদ্ধারকারীরা দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে ড্রোনটি পরিচালনা করতে পারবেন। ফলে রাতের অন্ধকার, কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালানো অনেক সহজ হবে। এ ছাড়াও, ড্রোনটিতে রয়েছে জিপিএস-নির্ভর নেভিগেশন ব্যবস্থা।

কোনও কারণে সিগন্যাল বিচ্ছিন্ন হলে বা ব্যাটারির চার্জ ১৫ শতাংশের নীচে নেমে গেলে ড্রোনটি স্বয়ংক্রিয় ভাবে লঞ্চ পয়েন্টে ফিরে আসবে।

এতে উদ্ধারকাজ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে,প্রশাসনের আধিকারিকেরা জানান, কপিলমুনি মন্দির সংলগ্ন স্নানঘাটগুলিতেও এই ওয়াটার ড্রোন মোতায়েন থাকবে।

কোনও পুণ্যার্থী স্নানে নেমে তলিয়ে গেলে উদ্ধার কাজে এই ড্রোনের সাহায্য নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =