নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১,আগস্ট :: দুর্গাপুর নগর নিগম ভোটের আগে দুর্গাপুর ইস্পাত কতৃপক্ষ নোটিশ দিয়েছে উচ্ছেদের । তাই নিয়েই দুর্গাপুরের রাজনীতি এখন উত্তাল । প্রাথমিক ভাবে বিজেপি সাংসদ আর বিধায়ক বুলডোজারের সামনে শুয়ে ইস্পাত কতৃপক্ষের উচ্ছেদ রুখে দেওয়ার বার্তা দেন ।
পাল্টা তরজাও শুরু হয়ে যায় । প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল আচমকাই ময়দানে নেমে রাশ ধরে নেন আন্দোলনের ।বিশ্বনাথ পারিয়াল গতকাল এলাকায় এক সভা করে ডাক দেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে পথে নেমে এবং কোর্টের পথেও । দুর্গাপুরের রাজনীতি এখন পলাশডিহার ১৬০০ পরিবারকে ঘিরেই ।
আজ এক বিশাল মিছিল দুর্গাপুর ইস্পাত নগরির ইস্পাত নগর প্রশাসনিক ভবনকে ঘেরাও করে । বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয় । উচ্ছেদ নোটিশ পাওয়া পরিবারগুলির পক্ষ থেকে যুবতী মেহেরুন্নিসা সাফ জানায় এতদিন ইস্পাত কর্তৃপক্ষ কোথায় ছিল । বিদ্যুৎ পেয়েছে , জল পেয়েছে তারা সরকারের কাছ থেকে , এখন আইন অনুসারে তাদের পুনর্বাসন পাওয়া ন্যায্য অধিকার ।