নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: প্রতিবছর নিত্যনতুন থিমের চমক থাকে বাঁকুড়ার পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসবের । এবার তাদের পুজো ৩৩তম বর্ষ। এবার তাদের প্রয়াস শক্তিপীঠ গুলির আদলে পুজোর মন্ডপ।
বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত ৫১ টি পীঠ এখানে তুলে ধরা হয়েছে। প্রতিটি শক্তিপীঠের আদলে মন্দির গুলিকে তুলে ধরা হয়েছে।দুর্গা শক্তিপীঠের পৌরাণিক কাহিনি:: নিজের পিতা দক্ষের বিরুদ্ধে গিয়ে শিবের সঙ্গে বিয়ে করেছিলেন সতী। বিয়ের পর শিবের অনিচ্ছা সত্ত্বেও পিতা দক্ষের আয়োজিত বিশাল যজ্ঞে এসে উপস্থিত হন সতী। সেখানে দক্ষ শিবের অপমান করেন। যা সতীকে ব্যাথিত করে তোলে।
শেষে স্বামীর অপমান সহ্য করতে না-পেরে সতী যজ্ঞ কুণ্ডে আত্মাহুতি দেন। শিব এ কথা জানার পর সেখানে এসে উপস্থিত হন ও সতীর অগ্নিদগ্ধ শরীর কোলে তুলে তাণ্ডব করেন। এর পর সতীর শরীর নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করতে শুরু করেন।
যার ফলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে শুরু করে। তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরের ৫১টি টুকরো করেন। যা ৫১টি পৃথক পৃথক স্থানে পড়ে। যেখানে সতীর শরীরের টুকরো, অলংকার পড়ে সেই স্থানগুলিতে শক্তিপীঠ গড়ে ওঠে।
এবার সেই ৫১শক্তিপীঠ মন্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে।সাধারণ মানুষের পক্ষে ৫১ টি পীঠ ঘোরা প্রায় অসম্ভব। তাই একই জায়গায় ধর্মীয় স্থানগুলি সাধারণ মানুষ যাতে দেখতে পারেন সেই চিন্তাভাবনা থেকেই এবছর তাদের পুজোর থিম ৫১ সতীপীঠ। যা নজর কেড়েছে সাধারণ মানুষের। দর্শনার্থীদের মধ্যে উৎসাহ দেখে খুশি উদ্যোক্তারা।