নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ০২,ডিসেম্বর :: পুরসভার বাস পার্কিং এলাকায় নতুন করে ইউনিয়ন অফিস খোলা নিয়ে বচসা । ইউনিয়ন অফিসে তালা ঝোলালো পার্কিং সংস্থা ও প্রাক্তন কাউন্সিলর | ইউনিয়ন অফিসে তালা খুলতে এলে পার্কিং সংস্থার সাথে বচসা বাস মালিক এসোসিয়েশনের সমর্থকদের সাথে | ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ |
বাস মালিকদের থানায় অভিযোগ জানানোর আবেদন পুলিশের | টেন্ডার মেনেই পার্কিং এর কাজ চলছে দাবি প্রাক্তন কাউন্সিলরের | হাওড়া পুরসভার ১৬ নাম্বার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের দাবি, বেআইনি ভাবে বাস রাখছে বেসরকারি বাস মালিকরা | প্রসঙ্গত, ‘গত দুবছর ধরে বাস মালিকরা অবৈধভাবে দখল করে রেখেছে বাস ডিপো, যাদের কোনও বৈধতা নেই’ ।


জোর করে এরা কোভিডের সময় এখানে ঢুকে অবৈধভাবে গাড়ি রাখতে শুরু করে। ইউনিয়নের বোর্ড ঝুলিয়ে দেয়। অবৈধ কাজে আমাদেরই বদনাম করা হচ্ছে। তাই আজ তালা ঝুলিয়ে দিয়েছি। এদিকে, বাস মালিকরা এর প্রতিবাদে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।