নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২০,মার্চ :: সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক দূূর্ঘটনা। জানা যায়, টোটো থেকে নেমে বাথরুমে যাবো বলে পুরসা ডিভিসির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এক ৬০বছরের এক বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম মর্জিয়া মল্লিক বয়স আনুমানিক ৬০বছর।
শিড়রায় পূর্ব পাড়ার বাসিন্দা সে। পুরসা আত্মীয় বাড়ী এসেছিলেন।একটি টোটোতে ফিরে যাওয়ার পথে পুরসা ডিভিসিতে টোটো চালককে বাথরুমে যাবো টোটো দাঁড় করায় ,তারপরেই এই দূর্ঘটনা। শোনা যায়, মহিলার অল্প মানসিক ভারসাম্য হীন ছিল। তাছাড়া বাড়ীতেও মাঝেমধ্যে ঝামেলা হোত বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জল থেকে তিন ঘন্টার মধ্যেও দেহ উদ্ধার করতে সক্ষম হন। দায়িত্ব পালন করতে শিড়রায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল শেখ, শিড়রায়ের তৃণমূল অঞ্চল সভাপতি আশিষ রায় পুরসা ডিভিসিতে হাজির হন।
দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের ঢল সামলাতে গলসি থানার পুলিশ সামাল দেন। শেষমেষ এই মরদেহ গলসি থানায় নিয়ে যান গলসি থানার পুলিশ।