কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠানের শুভ সূচনা হলো শনিবার রাত্রে। এই গম্ভীরা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি উদ্বোধনী অনুষ্ঠান করা হয় ।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ, শফিকুল ইসলাম, বিভূতি ভুষণ ঘোষ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর শত্রুঘন সিনহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।শনিবার রাত্রে ধুপচি নাচের মাধ্যমে গম্ভীরার সূচনা হয় এবং রবিবার ভোর সকালে বাচামারির ঐতিহাসিক চামুন্ডা কালী মুখা ও বুড়ি কালীর মুখা নাচ হয়।
এই মুখা পরে প্রায় পঞ্চাশ বছর ধরে নাচতেন পুরাতন মালদার বিশ্বনাথ কান্ডারী কিন্তু বর্তমানে কয়েকবছর ধরে তার ছেলে সম্বর কান্ডারী এই মুখা পরে নৃত্য করেন।
এই নাচকে কেন্দ্র করে বাচামারি দুই প্রান্তে দুই কালী মন্দিরে প্রচুর মহিলা ভক্তদের ভিড় লক্ষ করা যায় । বাতাসা হরিলুট হয় যা কয়েকশো বছর ধরে এই পরম্পরা চলে আসছে।