নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: পুরাতন মালদার চাকিমোর বাইপাস সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুর ১:৩০ সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি চারচাকা যাত্রীবাহী গাড়িতে। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িটিতে আগুন লাগে।
গাড়িটিতে ছিলেন তিনজন যাত্রী। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি সাহাপুরের বাসিন্দার বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মালদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ও ট্রাফিক পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

