কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পুরাতন মালদা নারায়ণপুরের পোপড়া এলাকায় রাত দশটা নাগাদ মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ডাক্তার দেখার পর দুজনকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করে এবং একজন চিকিৎসা চলাকালীন রাতেই মারা যায় এমনটাই জানা যায় মালদা মেডিকেল কলেজ সূত্রে।ম্যাটাডোর চালক জানায় রাত দশটা নাগাদ মালদা আসার সময় পোপড়া এলাকায় পুলিশ দাঁড় করিয়ে আহত তিন জনকে গাড়িতে তুলে দেয় মালদা মেডিকেল কলেজে ভর্তি করানোর জন্য এবং সে সেখানে দেখে মোটরসাইকেল গাছে ধাক্কা মেরে পাশে নায়নজুলিতে পড়ে যায়।
ম্যাটাডোর চালক মালদা মেডিকেল কলেজে তিনজনকে নিয়ে আসে দুইজন সঙ্গে সঙ্গে মারা যায় একজন চিকিৎসা চলাকালীন মারা যায়। তাদের পরিচয় যদিও পাওয়া যায়নি তাদের মানিব্যাগ থেকে কোন একটি উড়িষ্যা সংস্থার আই কার্ড পাওয়া যায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ