কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,ডিসেম্বর :: পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সূচনা হলো রবিবার। এদিন দুপুর আনুমানিক বারোটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবাড়ী তাতিপাড়া ময়দানে সূচনা হয়। এদিন চিত্রশিল্পীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে সূচনা করা হয়।
আগামী পহেলা জানুয়ারি পর্যন্ত চলবে রাত্রিকালীন অনুষ্ঠান। কার্নিভাল প্রাঙ্গণে মন মাতাতে চলেছেন বিখ্যাত শিল্পীরা। আর এদিন এই সূচনায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,প্রাক্তন চেয়ারম্যান তথা ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ আরো অন্যান্যরা।